![সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের প্রতিবাদ সমাবেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের প্রতিবাদ সমাবেশ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/469191888_10161875285138476_2430422163622753201_n-1-2412041734.jpg)
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ।জাতীয় ঐক্যের এই আহ্বানকে উপলক্ষ্য করে আয়োজন করা হয়েছে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এক নীরব পদযাত্রা কর্মসূচি।
আগামি শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় রাওয়া কমপ্লেক্স থেকে শুরু হবে এই প্রতিবাদ সমাবেশ।
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আহ্বায়ক কর্ণেল মোহাম্মদ আহসানউল্লাহ (অব:) এ তথ্য নিশ্চিত করেছেন।
তাবিব