ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

ইনু-মেননকে কারাগারে প্রেরণ, পলকের রিমান্ড কার্যকরের নির্দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ৯ নভেম্বর ২০২৪

ইনু-মেননকে কারাগারে প্রেরণ, পলকের রিমান্ড কার্যকরের নির্দেশ

ইনু, মেনন ও পলক

যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাশাপাশি একই থানার পৃথক হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের ৭ দিনের রিমান্ড কার্যকরের নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

এ সময় তাদের আইনজীবী আব্বাস উদ্দীন ও ফারজানা ইয়াসমিন জামিনের আবেদন করেন। শুনানির শেষে একাধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলটির মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীদের নামে সারাদেশে শতাধিক হত্যা মামলা দায়ের হয়।

ইসরাত

×