ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

আদানি সরবরাহ কমালেও সংকটের আশঙ্কা নেই ॥ পিডিবি

চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:২৩, ৪ নভেম্বর ২০২৪

চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

.

বকেয়ার দাবিতে এক ইউনিটের উপাদন বন্ধ রেখেছে ভারতের আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেড (এপিজেএল)ফলে ওই ইউনিট থেকে দেশের জাতীয় গ্রিডে বন্ধ রয়েছে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহএকই সময়ে কয়লার অভাবে পুরোপুরি বন্ধ রয়েছে মাতারবাড়ি বিদ্যু কেন্দ্রের দুইটি ইউনিটইকিন্তু তবু চাহিদার তুলনায় সারাদেশে সোমবার বেশি বিদ্যুপাদিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যু উন্নয়ন বোর্ড (পিডিবি)১৩ হাজার ৫০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সোমবারে উপাদিত হয়েছে ১৩ হাজার ৯৭৪ মেগাওয়াট বিদ্যুফলে পুরো মৌসুমে বিদ্যু পরস্থিতি স্বাভাবিক থাকবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরাপল্লী অঞ্চলের যেসব জায়গায় বর্তমানে লোডশেডিং হচ্ছে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে তাও থাকবে না বলেও জানিয়েছেন তারা

পিডিবির কাছে ভারতের আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেডের (এপিজেএল) পাওনা ৮৪৬ মিলিয়ন ডলারঅন্তর্বর্তী সরকার মাঝখানে কিছু পরিশোধ করলেও তা মূল পাওনার তুলনায় খুবই স্বল্প দাবি করে গত সপ্তাহে বাংলাদেশে বিদ্যু সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে কোম্পানিটিপরে সে দেশের একটি গণমাধ্যমের এক খবরে বলা হয় ৭ নভেম্বরের মধ্যে বকেয়া আদায় না হলে সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে কোম্পানিটিকিন্তু রবিবার সন্ধ্যায় আদানির বাংলাদেশের মুখপাত্র এটিকে ভিত্তিহীন বলে দাবি করে জানান, এমন কোনো নির্দেশনা আদানি কর্তৃপক্ষ থেকে পাওয়া যায়নিফলে ওই কেন্দ্রের একটি ইউনিটের বিদ্যু সরবরাহ স্বাভাবিকই থাকছেতবে নভেম্বরের শেষ সপ্তাহের আগে পাওয়া যাবে না মাতারবাড়ি বিদ্যু কেন্দ্রের বিদ্যুবকেয়া জটিলতা না কাটায় উপাদন কমিয়েছে রামপালও  তারপরও অন্যান্য কেন্দ্র থেকে চাহিদার থেকে প্রায় ৫০০ মেগাওয়াট বেশি বিদ্যুপাদিত হচ্ছে জানিয়ে পিডিবির মুখপাত্র শামীম হাসান জনকণ্ঠকে বলেন, এখন তাপমাত্রা অনেকটা কমে এসেছেফলে বিদ্যুতের চাহিদাও কমছেবড় একটি বিদ্যু কেন্দ্রসহ আদানির বিদ্যু সরবরাহ অর্ধেকে নেমে আসলেও তাই এখনো তেমন প্রভাব পড়েনিআশা করছি পড়বেও না

রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮৫ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে আদানি পাওয়ার ৭ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যু সরবরাহ বন্ধ করে দেবেভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় কয়লাভিত্তিক ওই বিদ্যু কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৪শথেকে ১৫শমেগাওয়াট বিদ্যু দেশে আসছিলবকেয়া না পাওয়ায় গত বৃহস্পতিবার একটি ইউনিটের বিদ্যুপাদন বন্ধ করে দেওয়া হয়এর আগে ৩১ অক্টোবরের মধ্যে বকেয়া পরিশোধের সময়সীমাও বেঁধে দেয় কোম্পানিটিচুক্তি অনুযায়ী আদানিকে সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করার কথা পিডিবিরকিন্তু ডলার সংকটের কারণে ব্যাংকটি অপরাগতা প্রকাশ করায় সেই অর্থ কৃষি ব্যাংকের মাধ্যমে পিডিবির কর্মকর্তারা পাঠাতে চেয়েছিলেনকিন্তু তা চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আদানি পাওয়ার তাতে সম্মতি দেয়নি

তবে পিডিবি বলছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এর আগের বকেয়ার একটি অংশ পরিশোধ করা হয়েছিলতবে জুলাই থেকে আগের মাসগুলোর চেয়ে বেশি চার্জ নিচ্ছে আদানিপিডিবি সপ্তাহে ১৭ থেকে ১৮ মিলিয়ন ডলার পরিশোধ করছে, যেখানে চার্জ হচ্ছে ২২ মিলিয়ন ডলারের বেশিএ কারণেই বকেয়া বিল আবার বেড়েছেএ ছাড়া কৃষি ব্যাংককে গত সপ্তাহের পেমেন্ট জমা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতীয় সব বিদ্যুকেন্দ্রের বকেয়া বিল পরিশোধে ব্যাংকে এক হাজার কোটি টাকা জমা দিয়ে রেখেছে পিডিবিতবে ডলার সংকটের কারণে ব্যাংক নিয়মিত বিল পরিশোধ করতে পারছে নাআর আদানি কয়লার বাড়তি দাম ধরে বিল জমা দিলেও তারা সেটি এখন পর্যন্ত আমলে নিচ্ছে না পিডিবিপ্রয়োজনে চুক্তি সংশোধন করার ব্যবস্থা করতে হবে

কয়লার অভাবে বন্ধ রয়েছে মাতারবাড়ি বিদ্যু কেন্দ্রের দুই ইউনিটের উপাদনইসব প্রক্রিয়া শেষ করে নভেম্বরের শেষে কয়লা আমদানি করা সম্ভব বলে জানিয়েছে পিডিবিকয়লা আসার পরই আবার শুরু হবে উপাদনবকেয়া জটিলতায় উপাদন কমেছে রামপাল ও বাঁশখালী বিদ্যুকেন্দ্রেওকয়লার মজুত কমে আসায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বাঁশখালি বিদ্যুকেন্দ্রের একটি ইউনিট বন্ধ রাখা হয়েছেএই কেন্দ্রের দুটি ইউনিটে গড়ে উপাদন ১২২৪ মেগাওয়াটকয়লার মজুত না থাকায় এর দুই ইউনিটেই ব্যাহত হচ্ছে উপাদন

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে