ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

এতদিন ন্যায়বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি ছিল: প্রধান বিচারপতি 

প্রকাশিত: ১৪:৫৯, ১২ আগস্ট ২০২৪

এতদিন ন্যায়বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি ছিল: প্রধান বিচারপতি 

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এতদিন ন্যায়বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি ছিল।

সোমবার (১২ আগস্ট) সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সময়ে মানুষের অধিকার ও ন্যায় বিচার সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে তিনি বলেন, সারা দেশের ছাত্র-জনতা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। যারা এ আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন তাদেরও অভিনন্দন জানাচ্ছি।

ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা এসেছে উল্লেখ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার কথাও বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন। ছাত্র-জনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাবো। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, ছাত্ররা সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। ছাত্র-জনতার এ আন্দোলন নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিচার বিভাগকে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।

প্রধান বিচারপতি আরও বলেন, সব ভালো কাজে আগামীতে বিচার বিভাগকে সঙ্গে পাবেন। বিচারক বা বিচার বিভাগের সঙ্গে জড়িত কেউ অসৎ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপিল বিভাগের অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন উপস্থিত সবাই।

তাসমিম

×