ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসী কল্যাণ ডেস্কের বিশেষ আয়োজন

প্রকাশিত: ১৭:৩২, ১৯ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসী কল্যাণ ডেস্কের বিশেষ আয়োজন

প্রবাসী কল্যাণ ডেস্কের বিশেষ আয়োজন

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখিবো তাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালন করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রবাসী কল্যাণ ডেক্সের উদ্যোগে প্রবাসীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।

প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় প্রবাসী কল্যাণ ডেস্কের সামনে বিদেশগামী এবং ফেরত আসা ৫০০ অভিবাসী কর্মীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এসময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবি, বিএনডব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডব্লিউএফ এর পক্ষ থেকে টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, ফুল, মগ এবং খাদ্যসামগ্রী দেয়া হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শোয়াইব আহমাদ খান বলেন, দেশের উন্নয়নে অভিবাসীদের ভূমিকা অপরিসীম। তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্ব, অভিবাসীদের অধিকার রক্ষা এবং অভিবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করার আহবান জানান।

 বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিনটিকে বিশ্বব্যাপী “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ঘোষণা করেন। মূলত বিশ্বের বিভিন্ন থাকা অভিবাসী ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ঘিরেই এ দিবসের উৎপত্তি।সে প্রেক্ষিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবাসী কল্যাণ ডেস্কের আয়োজনে অভিবাসী দিবস ২০২৩ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শোয়াইব আহমাদ খান, উপপরিচালক শরিফুল ইসলাম, সিভিল এভিয়েশন অথোরিটি অব-বাংলাদেশের উপপরিচালক ইকরাম উল্লাহ, আইওএম বাংলাদেশের মাইগ্রেশন নীতি এবং টেকসই উন্নয়ন ইউনিটের প্রধান ঈশিতা শ্রুতি, বায়রার অর্থ সচিব বেলাল হোসেন মজুমদার ছাড়াও ব্র্যাক,রামরু, বিএনএসকের, ওয়্যারবি, বিএনডব্লিউএলএ, ওকাপ, বিএমডিএফ’সহ দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এবি

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার