ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাকা-১০ আসনে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন এমপি শফিউল

প্রকাশিত: ২০:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা-১০ আসনে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করলেন এমপি শফিউল

ঢাকা-১০ এলাকায় সংসদ সদস্য মশারি বিতরণ করছেন।

ঢাকা-১০ নির্বাচনী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করেছেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে হাজারীবাগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশারি বিতরণ করেন তিনি। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত থেকে মশারি গ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সদস্য মোহাইমেন বয়ান, হাজারীবাগ থানা আওয়ামীলীগের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুল হক বাবু, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান ওয়াকিব, ২২ ওয়ার্ড কাউন্সিলর আয়শা মোকাররম, ধানমন্ডি সোসাইটির যুগ্ম সম্পাদক এ কামাল অনু, এমপির ব্যক্তিগত সহকারী দাঈন মাহমুদ প্রমুখ। 

 

ফজলু

×