ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন

প্রকাশিত: ১৯:১৭, ৮ জুন ২০২৩

জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন

জাতীয় চিড়িয়াখানা

জাতীয় চিড়িয়াখানায় হায়েনার আক্রমণের শিকার হয়েছে বেড়াতে আসা এক শিশু। এতে হায়েনার কামড়ে শিশুটির এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। 

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরের রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। শিশুটির মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসেন। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতরে হাত দিয়েছিল। তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা এবং বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে। বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জাতীয় চিড়িয়াখানা পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে। এছাড়া তদন্ত কমিটির সুপারিশে হায়েনার নিরাপত্তা বেষ্টনী উঁচু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার এই কর্মকর্তা।

 

এমএস

×