ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে চাহিদার চেয়ে খাদ্যশস্যের উৎপাদন বেশি

প্রকাশিত: ১৯:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৩

দেশে চাহিদার চেয়ে খাদ্যশস্যের উৎপাদন বেশি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি। 

দেশে চাহিদার চেয়ে খাদ্যশস্যের উৎপাদন বেশি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদে সরকার দলীয় এমপি বেগম শামসুন নাহারের লিখিত প্রশ্নের জবাবে  এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, দেশে চাহিদার চেয়ে খাদ্যশস্যের উৎপাদন বেশি। সে কারণে বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশের মোট খ্যাদ্যের চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন। আর খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।

 

এমএম

×