
সিজিএম আদালতে আগুন
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সিজিএম) মাল খানায় (নিচ তলায়) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।
এর আগে আদুপুর ১টার দিকে ঢাকার সিজেএম আদালত ভবনের গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় সিজেএম আদালত ভবনের দুই তলার হাজতখানা থেকে আসামিদের বের করে প্রিজন ভ্যানে নেয়া হয়।
এমএম