ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারক-আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক প্রয়োজন

প্রকাশিত: ২০:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৩

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারক-আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক প্রয়োজন

আইনমন্ত্রী আনিসুল হক

আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচারক এবং আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বার এবং বেঞ্চ একই পরিবারের দুটি সন্তান। আপনারদের মধ্যে সম্পর্কের অবনতি হলে সেবাগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য বার এবং বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই হবে।

তিনি বলেন, দু-একটি জায়গায় অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ বার নেতারা আমাকে বলেছেন বিচারক এবং আইনজীবীদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটি খুবই প্রয়োজন। তা নাহলে আইনজীবী, বিচারক এবং বিচারপ্রার্থী সবাই ক্ষতিগ্রস্ত হবেন।

 

এমএম

×