ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘ক্যান্সারে ভুগেছেন’

প্রকাশিত: ০০:২২, ২৮ নভেম্বর ২০২২

‘ক্যান্সারে ভুগেছেন’

.

জীবনের শেষ কয়েক বছর ক্যান্সারে ভুগেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রকাশিতব্য প্রয়াত রানীর জীবনীতে এ কথা বলা হয়েছে। সাবেক ব্রিটিশ এমপি জাইলস ব্র্যান্ডরেথ ‘এলিজাবেথ : অ্যান ইন্টিমেট পোর্ট্রেট’ শীর্ষক বইতে এই তথ্য প্রকাশ করেছেন। বইটি শীঘ্রই বাজারে আসবে। তিনি লিখেছেন, ক্যান্সারের কারণেই পা ও কোমরে যন্ত্রণা হতো রানীর। তার ওজন দ্রুত কমে যাচ্ছিল এবং বেশির ভাগ সময়ই ক্লান্ত থাকতেন রানী। বইটিতে আরও দাবি করা হয়েছে, ২০২১ সালে প্রিন্স ফিলিপের মৃত্যুর পর থেকে রানী আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেন।

শরীর খুব খারাপ লাগলে ঘরে বসে টিভিতে অনুষ্ঠান দেখতেন। জাইলস লিখেছেন, রানী বুঝতে পেরেছিলেন তার শরীর ভেঙে পড়ছে। তবে এসব বিষয়ে বাকিংহাম প্রাসাদ কোনো মন্তব্য করেনি।  
৭০ বছর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকাসহ অপর ১৪ দেশের শাসনতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনকারী রানী দ্বিতীয় এলিজাবেথ চলতি বছরের ৮ সেপ্টেম্বর মারা যান। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে।- ডেইলি সান অবলম্বনে।  

 

×