ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কেরানীগঞ্জে সৌদি আরবের পতাকা টানাতে গিয়ে দগ্ধ কিশোর

প্রকাশিত: ২২:০০, ২৬ নভেম্বর ২০২২

কেরানীগঞ্জে সৌদি আরবের পতাকা টানাতে গিয়ে দগ্ধ কিশোর

দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সৌদি আরবের পতাকা টানাতে গিয়ে আরমান (১৪) নামের এক কিশোর দগ্ধ হয়েছে। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে আব্দুল্লাহপুরে একটি খাবার হোটেলের ৩য় তলায় এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ আরমানের মা মনোয়ারা বেগম জানান, তাদের বাসা আব্দুল্লাহপুরে। খাবার হোটেলটিতে কাজ করে আরমান। দুপুরে হোটেলের ৩য় তলার ছাদে বাঁশের সাথে সৌদি আরবের পতাকা বেধে টানানোর সময় পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই কিশোরের হাত ও মুখে দগ্ধ হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটের অবজারভেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে তাকে।

 

এমএইচ

×