ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জনদুর্ভোগ

প্রকাশিত: ১৯:১২, ২৪ অক্টোবর ২০২২; আপডেট: ১৯:১৩, ২৪ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জনদুর্ভোগ

রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ভোর থেকে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। যার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এর প্রভাবে টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিঘ্ন ঘটেছে যানবাহন চলাচলে।

বৃষ্টির কারণে সড়কে মানুষের ভিড় অন্যদিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে। যানবাহন কম হওয়ায় জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বৃষ্টিতে বিপাকে পড়েছেন। এছাড়া দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরাও।

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর পল্টন এলাকায়  কাসেম নামে দোকানীর সাথে কথা বলে জানা গেল সারাদিন থেকে বৃষ্টি। তাই কোন মতো করে দোকান খুলেছি। রাস্তায় লোকজন কম থাকায় বেচকেনা নাই। খুব কস্টে আছি।
আরেক বেসরকারি চাকরিজীবী রবিউল ইসলাম জানান, বৃষ্টিতে রাস্তায় বের হয়েছি চাকরী রক্ষা করার জন্য। বৃস্টিতে রাস্তার কাদা-পানি লেগে বেহাল অবস্থার মধ্যে আছি।

ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার ভোরে বাংলাদেশের খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে সিত্রাং পায়রা বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×