ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিআরটির গার্ডার পড়ে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছিল

প্রকাশিত: ২০:৪৯, ১৫ আগস্ট ২০২২

বিআরটির গার্ডার পড়ে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছিল

বিআরটির গার্ডার দুর্ঘটনা। 

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে আজ সোমবার ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। ছাড়া দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মর্মান্তিক এ দুর্ঘটনাটির আগেও বিআরটির গার্ডার পড়ে নিহত ও আহতের ঘটনা ঘটেছিল কয়েকবার। ফলে বিআরটি প্রকল্পের কাজে জড়িতদের অবহেলা নিয়ে দেখা দিচ্ছে জনমনে নানা প্রশ্ন। 

চলতি বছরের গত ১৫ জুলাই বিকেলে চান্দনা চৌরাস্তার কে চৌধুরী অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে গার্ডার চাপায় জিয়াউর রহমান (৩০) নামে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।  সময় এক পথচারীও আহত হন। ফ্লাইওভারের কাজ করার সময় লঞ্চিং গার্ডার টেইলার গাড়িতে উঠানো হচ্ছিল। এ সময় গার্ডারটি টেইলার থেকে কাত হয়ে জিয়াউর রহমানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

২০২১ সালের ১৪ মার্চ বিআরটির গার্ডার ভেঙে চারজন আহত হন। তাদের মধ্যে দুজন বিদেশিও ছিলেন। তখন ফায়ারকর্মীরা জানান, ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে ফ্লাইওভারে স্থাপনের কাজ চলছিল। সেসময় সেটি ছিটকে ভেঙে পড়ে।

২০১২ সালে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের কাজ ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বেড়ে এখনও চলমান রয়েছে। 

×