ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টের জিজ্ঞাসা

সুইস ব্যাংকে অর্থ জমার তথ্য সরকার কেন জানতে চায়নি?

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:২৩, ১২ আগস্ট ২০২২

সুইস ব্যাংকে অর্থ জমার তথ্য সরকার কেন জানতে চায়নি?

সুইস ব্যাংকে অর্থ জমার তথ্য সরকার কেন জানতে চায়নি?

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে দেশটির সরকারের কাছে বাংলাদেশ সরকার  কোন তথ্য কেন জানতে চায়নি, তা জানতে চেয়েছেন হাইকোর্টআগামী রবিবারের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে তা জানাতে বলা হয়েছেবিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেনএর আগে, গত বুধবার সুইস ব্যাংকে জমা করা অর্থ নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার কোন সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড

আগামী রবিবার বিষয়টি আদেশের জন্য থাকবেডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এ কথা জানানআদালতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেনআদালত এ বিষয়ে তাদের বক্তব্য শোনেনপরে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন

এ বিষয়ে সুইস রাষ্ট্রদূতের দেয়া বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদের অনুলিপিও দাখিল করতে বলেন আদালতসুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোন ব্যক্তির তথ্য চায়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ডগত বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক  করেসপন্ডেন্টস এ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ডিকাব টকঅনুষ্ঠানে তিনি এ কথা জানান

এক প্রশ্নের উত্তরে সুইস রাষ্ট্রদূত বলেন, সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোন ব্যক্তির জন্য তথ্য চায়নিসুইস ব্যাংকের ত্রুটি সংশোধনে সুইজারল্যান্ড কার্যক্রম অব্যাহত রেখেছেতবে আমি আপনাদের জানাতে চাই, সুইজারল্যান্ড কালো টাকা রাখার কোন নিরাপদ ক্ষেত্র নয়এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বৃহস্পতিবার সংবাদ প্রকাশিত হয়তা নজরে নিয়ে আদালত উল্লেখিত আদেশ দেন

আইনজীবীরা জানান, সুইস ব্যাংকে জমা করা অর্থের বেশিরভাগই অবৈধ পথে এ ধরনের অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকার সুইস ব্যাংকের কাছে নির্দিষ্ট কোন তথ্য চায়নি, এ সম্পর্কে কোন পদক্ষেপ নিয়েছে কিনা তা রবিবারের মধ্যে দুদক এবং রাষ্ট্রপক্ষকে জানানোর জন্যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

×