ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোরবানি ॥ চুয়াডাঙ্গায় ব্যস্ত কামার কারিগর

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২১:৫৫, ৩০ জুন ২০২২

কোরবানি ॥ চুয়াডাঙ্গায় ব্যস্ত কামার কারিগর

কামারপট্টির কারিগররা

আর কয়েকদিন পরই ঈদ-উল-আজহাএ জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন কামারপট্টির কারিগররাঈদের চাহিদার কথা বিবেচনা করে দাঁসা, চাকু, বঁটি, কুড়ালসহ লোহার সরঞ্জাম  তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারাবছরের এ সময় চাহিদা বেশি থাকায় কামাররা ভাল উপার্জন করে থাকেন

 যেহেতু  কোরবানির পশু জবাই ও গোশত প্রস্তুত করতে চাই ধারালো দাঁসা, বঁটি, কুড়াল ও চাকুতাই কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুং টাং শব্দে মুখর হয়ে উঠেছে জেলার কামারশালাগুলো

ঈদে গরু, ছাগল, ভেড়া ও মহিষ  কোরবানির পশু হিসেবে জবাই করা হয়সকাল থেকে মধ্যরাত পর্যন্ত  কোরবানির পশু জবাই চলেএসব পশুর গোশত কাটতে দাঁসা-বঁটি, চাকু ও কুড়াল ইত্যাদি ধাতব ধারালো অস্ত্র অপরিহার্যকয়েক কামারের সঙ্গে আলাপ করে জানা যায়, পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১০০ থেকে ২০০ টাকা, দা ২০০ থেকে ৩৫০ টাকা, বঁটি ২৫০ থেকে ৫০০ টাকা, পশু জবাইয়ের ছুরি ৩০০ থেকে ১ হাজার টাকা, কুড়াল ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে

চুয়াডাঙ্গা বড়বাজার কামারপট্টির চিত্তরঞ্জন কর্মকার, শমরেশ কর্মকার জানান, বংশানুক্রমিকভাবে এ কাজ করছিপ্রতিবছরই  কোরবানি ঈদের জন্য অপেক্ষায় থাকিঈদ মৌসুমে আমাদের মূল টার্গেট থাকে বছরের কয়েকটা দিন বাড়তি টাকা উপার্জন করা

সরেজমিন জেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে অনেক ব্যস্ত সময় পার করছেন কামাররাপশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছেন তাদের দোকানেআগে যেসব দোকানে দুজন করে শ্রমিক কাজ করত, এখন সেসব দোকানে ৫-৬ জন করে শ্রমিক কাজ করছেন

×