নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি অডিটরিয়ামে শুক্রবার হলো বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা উৎসব ও মাদারীপুর গাঙচিল কবি সম্মেলন-’২২। গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি কবি আনোয়ারা রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। উৎসবের উদ্বোধন করেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির মহাসচিব গ্রুপ ক্যাপটেন ইদ্রিস আলী। গাঙচিলের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ প্রসঙ্গ ‘মাদারীপুরের সাহিত্য’ উপস্থাপন করেন গাঙচিলের জেলা সমন্বয়ক কবি সুবল বিশ্বাস।