ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে হত্যা ॥ ৩ কৃষ্ণাঙ্গ আটক

প্রকাশিত: ০০:৫২, ২৬ জুলাই ২০২১

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে হত্যা ॥ ৩ কৃষ্ণাঙ্গ আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার আমাসপোর্ট এলাকায় বোরহান উদ্দিন মানিক (৪৮) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। শনিবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ইরমেলোর পার্শ্ববর্তী শহর আমাসপোর্ট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন মানিক নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান। খবর বাংলানিউজের। আমাসপোর্ট এলাকায় বসবাসকারী বাংলাদেশী নাগরিক রাজিব ভূঁইয়া জানান, শনিবার দুপুর ২টার দিকে শীতের তীব্রতায় মানিক দোকানের সামনে রোদে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী মানিককে ছুরি দিয়ে জিম্মি করে দোকানে ঢোকেন। ডাকাতি করার সময় মানিককে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে তারা। পরে অন্য বাংলাদেশীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গকে আটক করেছে পুলিশ। তিনি আরো জানান, মানিক কয়েক মাস ধরে দেশে যাওয়ার জন্য দোকান বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তিনি দোকান বিক্রি করতে পারেননি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। জিরতলী ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল জানান, মানিকের মৃত্যুর খবর ফাজিলপুর গ্রামের বাড়িতে পৌঁছলে বোরহানের বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলে- মেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!