ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ম্যাজিস্ট্রেটের গাড়ি চালকের কারাদন্ড

প্রকাশিত: ০৯:৩৩, ২৬ জুলাই ২০১৯

 ম্যাজিস্ট্রেটের গাড়ি চালকের  কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৫ জুলাই ॥ কালকিনিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘুষ গ্রহণের অভিযোগে মোঃ সাইদুর রহমান খান-(৩৮) নামের এক গাড়ি চালককে এক মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তিনি জেলা ভোক্তা অধিকার অধিদফতরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শামিম হাসানের গাড়ি চালক। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সে গোপালগঞ্জ জেলার উলপুর গ্রামের সামসুদ্দিন খানের ছেলে। জানা গেছে, ভোক্তা অধিকার অধিদফতরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ শামিম হাসানের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইনে উপজেলার মজিদবাড়ী (ভুরঘাটা) বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি চালক সাইদুর রহমান বিভিন্ন দোকানে গিয়ে ঘুষ গ্রহণ করেন।
×