ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমাদানি করা গুঁড়া দুধে আরও শুল্ক আরোপের দাবি

প্রকাশিত: ০৯:২৫, ২২ জুন ২০১৯

 আমাদানি করা গুঁড়া দুধে আরও শুল্ক আরোপের দাবি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২১ জুন ॥ গুঁড়া দুধ আমদানি বন্ধ কর- ডেইরি শিল্প রক্ষা কর, গুঁড়া দুধ আমদানি নিষিদ্ধ কর- দেশীয় খামার রক্ষা কর ইত্যাদি স্লোগান নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানব-বন্ধন ও সমাবেশ করেছে উপজেলার দুগ্ধ-খামারিসহ পাঁচ শতাধিক সমবায়ী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডেইরি ফার্মার্স এ্যাসোসিয়েশন কাশিয়ানী শাখার উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কে ভাটিয়াপাড়া মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং মহাসড়কের ওপর কয়েক কলস দেশীয় তরল দুধ ঢেলে দেয়। এ সময় বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের সভাপতি নায়েব আলী খান, লক্ষ্মীপুর কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ, দুগ্ধ খামারি মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খান (বাবু), সাবেক ইউপি-চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, রাতইল ইউপি-চেয়ারম্যান বিএম হারুন-অর-রশিদ (পিনু), মহেশপুর ইউপি-চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ অনেকে।
×