ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লুসি অ্যাওয়ার্ড পেলেন শহিদুল আলম

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ অক্টোবর ২০১৮

লুসি অ্যাওয়ার্ড পেলেন শহিদুল আলম

অনলাইন ডেস্ক ॥ দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমকে লুসি ফাউন্ডেশনের পক্ষ থেকে 'হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড-২০১৮' সম্মাননায় ভূষিত করা হয়েছে। তিনি কারাবন্দী থাকায় তার পক্ষ হয়ে পুরস্কার গ্রহণ করেন বরেণ্য বুদ্ধিজীবী গায়ত্রী স্পিভাক। বিশ্বের খ্যাতিমান আলোকচিত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লুসি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়েবসাইটে বলা হয়, তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছর আগস্টের ৫ তারিখে শহীদুল আলমকে গ্রেফতার করা হয়। আমরা শহিদুল আলমের মুক্তি দাবি করি। উল্লেখ্য, যথাযথ অবদানের জন্য লুসি ফাউন্ডেশন প্রতিবছর ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এবছরের জুন মাসে শহিদুল আলমকে ১৬তম লুসি অ্যাওয়ার্ড-এ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়।
×