ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আসেম বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে সুচির আমন্ত্রণ

প্রকাশিত: ০৮:০৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭

আসেম বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে সুচির আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৩তম আসেম বৈঠকে অংশগ্রহণের জন্য মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী আউং সান সুচি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার পাঠানো এক আমন্ত্রণ পত্রে আউং সান সুচি মিয়ানমারের রাজধানী নেপিদোতে আগামী ২০ ও ২১ নবেম্বর অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে সংস্থার মূল উদ্দেশ্য অর্জনের জন্য একসঙ্গে বসে আলোচনা করা হবে বলে জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এটি আগে থেকেই নির্ধারিত ছিল। আমরা এ আমন্ত্রণটি প্রত্যাশা করছিলাম। এদিকে সুচির স্টেট কাউন্সিলর অফিসের ইউনিয়ন মন্ত্রী উ টিন্ট সোয়ে আগামী ২ অক্টোবর দু’দিনের সফরে ঢাকা আসছেন। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এ বিষয়ে মিয়ানমারের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে বলে জানান তিনি।
×