ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেরি করে ছাগল বিক্রি

প্রকাশিত: ০৬:৫৩, ৩১ আগস্ট ২০১৭

ফেরি করে ছাগল বিক্রি

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ কোরবানির ঈদের দিন ঘনিয়ে আসায় সবাই যখন গরু কিনতে ছুটছেন দূর-দূরান্তের বিভিন্ন পশুহাটে, তখন হাতের নাগালে ঘরে বসেই এবার মিলছে পছন্দের ছাগল। রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে এখন ছাগল বিক্রি হচ্ছে ফেরি করে। বাসা বাড়িতে পোষা এসব ছাগল মিলছে বাড়িতে বসেই। আর নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যেন বসছে ছাগলের হাট। ফলে ছাগল কেনার জন্য হাটের ঝক্কি-ঝামেলা এড়িয়ে অনেকেই কিনে নিচ্ছেন ফেরি করে বিক্রি করা ছাগল। সব ধরনের ছাগলই পাওয়া যাচ্ছে এখন রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে। তাই গরুর জন্য দূরের হাটে গেলেও ছাগল পাওয়া যাচ্ছে হাতের নাগালের মধ্যেই। ঈদের আমেজে বড় পরিসরে গরু কেনার জন্য এখন ব্যস্ত সবাই। কোরবানির পশু কিনতে হাটে কিংবা গ্রাম-গ্রঞ্জে বাড়িতে বাড়িতে যাচ্ছেন অনেকে। তখন ছাগলই চলে আসছে শহরের বাজারে। বুধবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে হঠাৎ চোখে পড়ল ছাগলের কেনাবেচার দৃশ্য। অনেকে এখান থেকে পছন্দের ছাগল কিনছেন। খোঁজ নিয়ে জানা যায়, নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে রাস্তার ওপর রীতমতো বসেছে কোরবানির ছাগলের হাট। এতে হাট বিমুখ মানুষ সহজেই দেখে শুনে কিনতে পারছেন বিভিন্ন আকারের ছাগল। প্রতিদিন সকালের দিকে ছাগলের আমদানি কম হলেও বিকেলের পর রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে এই কেনাবেচা। তবে এখানে ছাগলের আকার অনুযায়ী বিক্রেতা দাম চাচ্ছেন। বেশিরভাগ ছাগল আশপাশের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পোষা বলে জানান অনেক বিক্রেতারা। বুধবার দুপুরে ছাগল কিনতে আসা এক ক্রেতা আরাফাত হোসেন জানান, হাটে যাচ্ছিলাম। তবে নগরীতে ছাগল দেখে সেখানেই পছন্দের ছাগল কিনে ফেললাম। গোলাম সাব্বির নামের একজন জানান, হাটে অনেক ঝক্কি-ঝামেলা। ভিড় ঠেলে হাতে প্রবেশ করায় এখন কষ্টকর। এর মধ্যে শহরেই বাড়ির কাছে ছাগল কিনতে পেরে তিনি খুশি। তিনি এখানেই (সাহেব বাজার) ১৩ হাজার টাকা দিয়ে একটি ছাগল কিনেছেন বলে জানান। শরিফুল ইসলাম, এহেসান কবির ও শাহিনুল আলম নামের ক্রেতারা বলেন, হাটের চেয়ে এখানে বিক্রেতারা ছাগলের দাম সামান্য বেশি চাইলেও দেখে শুনে কিনতে হবে। তবে ছাগল কিনতে হাটে যেতে হচ্ছে না, হাতের নাগালে পাওয়া যাচ্ছে-এটাই অনেক বড় সুবিধা। হাট থেকে আসার গাড়ি ভাড়া ও অন্যান্য ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যাচ্ছে। ক্রেতারা জানান, ফেরি করে বিক্রি যোগ্য এসব ছাগল আকৃতি অনুযায়ী ১০ থেকে শুরু করে ২৫/৩০ হাজার টাকার মধ্যে রয়েছে। তারা বলেন, এবার আর দূরের হাটে নয়, নগরে ফেরি করা ছাগলই তারা কিনবেন। এদিকে ছাগল বিক্রি করতে আসা নগরীর ডিঙ্গাডোবা এলাকার ফরিদ আলী বলেন, গত বছরের তুলনায় এবার ছাগলের দাম কম। তারা মূলত কোন ব্যবসায়ী কিংবা খামারি নয়, বাড়িতে পোষা ছাগল বিক্রি করছেন। অনেকই বাড়ির ছাগল বিক্রি করছেন নগরময় ফেরি করে। অনেকে মানুষের বাড়ির দরজায় কড়া নাড়ছেন ছাগল নিয়ে।
×