ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রিকমূর্তি না সরালে সরকার পতন অনিবার্য ॥ হেফাজতে ইসলাম

প্রকাশিত: ০৬:০৫, ১১ মার্চ ২০১৭

গ্রিকমূর্তি না সরালে সরকার পতন অনিবার্য ॥  হেফাজতে ইসলাম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অফিস ॥ সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিকমূর্তি অপসারণ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইমলাম। শুক্রবার জুমার নামাজের পর বঙ্গবন্ধু সড়কে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল আউয়ালের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর হেফাজতের নেতা মাওলানা ফেরদাউসুর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকার মক্তিযুদ্ধের চেতনার নামে দেশে একের পর এক মূর্তি স্থাপন করে চলেছে। একই দাবিতে সরকারের পতন অনিবার্য বলে চট্টগ্রামে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ গেট চত্বরে সমাবেশে হেফাজত নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। নেতারা বলেন, মূর্তিকে কোন মুসলমান ন্যায়বিচারের প্রতীক বিশ্বাস করলে তার ইমান থাকবে না। বাংলাদেশে মূর্তি স্থাপনের চাহিদা ও সুযোগ কোনটাই নেই। অবিলম্বে এই মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় ইমান, আক্বীদা ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে মূর্তি অপসারণের দাবিতে প্রয়োজনে লাখ লাখ মানুষ নিয়ে ঢাকা ঘেরাওসহ শাপলা চত্বরে আবারও অবস্থান কর্মসূচী ঘোষণা করা হবে। তারা বলেন, অবিলম্বে গ্রিকমূর্তি অপসারণ করা না হলে সরকারের পতন অনিবার্য। হেফাজতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত অর্থসম্পাদক মাওলানা হাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন-কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী, ক্বারী মুবিনুল হক, আ.ন.ম আহমদুল্লাহ, জয়নুল আবেদীন কুতুবী, মনছুর আলম প্রমুখ।
×