ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিস্তিতে ইয়াঙ্গুন ভ্রমণের টিকেট বিক্রি

প্রকাশিত: ০৮:২৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬

কিস্তিতে ইয়াঙ্গুন ভ্রমণের টিকেট  বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ সর্বনি¤œ ৩,৭১১ টাকা মাসিক কিস্তিতে মিয়ানমারের ইয়াঙ্গুন ভ্রমণের বিশেষ সুবিধা দিচ্ছে দেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। যাত্রীদের ইয়াঙ্গুন ভ্রমণের এই সুবিধা দিতে শীর্ষ বেসরকারী ব্যাংগুলোর সঙ্গে চুক্তি করে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড ও মেঘনা ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। শীঘ্রই আরও কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি করা হবে। চুক্তি অনুযায়ী, এই আটটি ব্যাংকের গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে নভোএয়ার-এ ইয়াঙ্গুনে টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়াও মিয়ানমার ভ্রমণের জন্য প্যাকেজ ও ভিসা সুবিধাও দিচ্ছে নভোএয়ার। নভোএয়ার ইয়াঙ্গুনে প্রতিসপ্তাহে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার বেলা ১১:৩০ মিনিটে জেট উড়োজাহাজ দিয়ে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
×