স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী । ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। দিবসটি পালন উপলক্ষে ১৫ দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচীর মধ্যে রয়েছে জিয়ার মাজার জিয়ারত, তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা, পুস্তক প্রদর্শনী, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ, আলোকচিত্র প্রদর্শনী, মিলাদ ও দোয়া মাহফিল।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল সোমবার সকাল ১০টায় শেরে বাংলা নগরে তাঁর মাজারে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার ২০ মে থেকেই ১৫ দিনের কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। ওই দিন থেকে প্রতিদিন একটি করে অঙ্গ সংগঠন তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা করে। রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বিএনপি। আর কাল ৩০ মে ও পরশু ১ জুন রাজধানীর ৬২টি স্পটে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল সোমবার সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে অনুরুপ কর্মসূচী পালন করা হচ্ছে। বেলা ১১টায় শেরেবাংলানগর জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী ওলামা দল জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করছে। এছাড়া মাজার প্রাঙ্গণে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আর সকাল ৯টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাবের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে।
কাল বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা মহানগরী বিএনপির আয়োজনে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কাল মঙ্গলবারও তিনি রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন । ২ দিনে তিনি ৬২টি কেন্দ্রে দুস্থদের মধ্যে তাঁর খাবার বিতরণ। খাবার বিতরণকালে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ঢাকা মহানগর বিএনপি।