ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুরে সুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত: ১৮:১০, ৪ ডিসেম্বর ২০২২

মিরপুরে সুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু

রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি সুতা ও বোতামের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

রবিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মিরপুর-১ নম্বরের বৈশাখী বিজনিস সেন্টারের পেছনে থাকা ওই গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের দায়িত্বরত এই কর্মকর্তা ঘটনার পরপরই জানিয়েছিলেন, মিরপুর-১ নম্বর গোল চত্বরের পাশের কলওয়ালাপাড়ার একটি সুতা ও বোতামের গোডাউনে আগুন লেগেছে। 

এমন খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করছে। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

তবে, সুতা ও বোতামের গোডাউন হওয়ায় বিকেল সাড়ে ৫টা অবধি আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়নি। যদিও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নতুন একটি ইউনিটসহ বর্তমানে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে। 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×