ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লোন নেওয়ার ক্ষেত্রে গ্যারান্টর এর কাজ কি!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২১ এপ্রিল ২০২৫

লোন নেওয়ার ক্ষেত্রে গ্যারান্টর এর কাজ কি!

ছবি: সংগৃহীত

 

মনে করুন আপনি ব্যাংক থেকে লোন নিলেন বা অন্য কোনও জায়গা থেকে কিস্তি নিলেন উভয় ক্ষেত্রেই একজন গ্যারান্টর বা জামিনদার এর প্রয়োজন হয়। যদি ঋণগ্রহীতা কোনও কারণে ঋণ শোধ করতে অপরাগ হয় তাহলে জামিনদার হিসেবে আপনি কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন আসুন জেনে নিই:

প্রথমে ব্যাংক ঋণ সম্পর্কে একটু জেনে নিই। ব্যাংক মূলত দুই ধরনের ঋণ দেয়। একটি হলও সম্পত্তি জামানত নিয়ে এবং অন্যটি জামানত ছাড়া শুধুমাত্র একজন জামিনদারের সাক্ষর নিয়ে।

সম্পত্তি জামানত বলতে বোঝানো হয় জমিজমা, সম্পত্তি, সঞ্চয় বা আর্থিক সম্পদ বন্ধক রেখে ঋণ নেয়া। গ্রহীতা ঋণ শোধ করতে না পারলে এসব সম্পত্তি বিক্রি করে ব্যাংক তাদের অর্থ আদায় করে। অন্যদিকে দ্বিতীয় ক্ষেত্রে এই ধরনের কোন সম্পত্তি জামানতের প্রয়োজন হয় না। ঋণ নিতে হলে শুধু একজন জামিনদারের প্রয়োজন হয়। 

জামিনদার বা গ্যারান্টর কি
যখন আপনি কোনও ব্যাংক বা সমিতি থেকে লোন নিচ্ছেন তখন লোন দেওয়ার সময় একজন সাক্ষী লাগে যাকে কোনও কারণে যদি ঋণগ্রহীতা ঋণ শোধ করতে না পারে তাহলে জামিনদারকেই ঋণ পরিশোধ করতে হবে এমন শর্তে একটা কাগজে সাক্ষর দিতে হয়। ঋণগ্রহীতা যদি ঋণ শোধ না করে তাহলে তার সব দায় জামিনদারকে বহন করতে হয়।

জামিনদার এর দায়বদ্ধতা
ঋণগ্রহীতা যদি পরিশোধ করতে না পারে বা তাহলে জামিনদারকে সেটা পরিশোধ করতে হয়। এক্ষেত্রে সেও (জামিনদার) যদি ঋণ শোধ করতে না পারে তাহলে প্রথমেই তার সম্পত্তি নিলামে তোলা হয় আর তাতেও যদি ঋণ শোধ না হয় তাহলে তাকে সিভিল জেলেও যেতে হতে পারে।  

তাই যেকোনো কাগজে সাক্ষর করার আগে অবশ্যই উদ্দেশ্য ভালো করে জেনে নিবেন না হলে আপনার দশাও খারাপ হয়ে যেতে পারে।

আবুবকর

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার