ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ছড়া ও কবিতা

বইমেলাতে যাই

আসলাম সানীর কবিতা

প্রকাশিত: ১৯:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলাতে যাই

আসলাম সানীর কবিতা
বইমেলাতে যাই

ফেব্রুয়ারি আইলে বুকে
সুখ-আনন্দ পাই
বাহান্নতে ভাষার লেগা
সাহসে আউগাই।

বইয়ের পাতায় জ্ঞানের আলো
মুছবো যত মন্দ-কালো
গল্প ছড়ায় ছন্দ-তালও
এই জগতে বইয়ের মতোন
বন্ধু তো কেউ নাই-

সোহরাওয়ার্দী উদ্যানে চলো যাই
বাংলা একাডেমি চলো যাই
মুক্তিযুদ্ধ একাত্তরের
ইতিহাস খুঁজে পাই।


বইমেলা
নুশরাত রুমু

বইমেলা যে হচ্ছে শুরু
খোকা-খুকু নাচে
মেলায় যেতে বায়না করে
বাবা-মায়ের কাছে।

পাঠকেরই জন্য এখন
হচ্ছে এমন মেলা
ঠিক হলো তাই ছুটির দিনে
যাবে বিকেলবেলা।

কত কত বইয়ের দোকান
কত মানুষ হাঁটে
অবাক হলো এসে সবাই
বইমেলার এই মাঠে।

কেউবা খোঁজে আজব গল্প
কেউবা মজার ছড়া
সেরা বইটি কিনলে জ্ঞানের
পূর্ণ হবে ঘড়া।


হলুদ সিংহাসন
হাসনাইন আহমদ

পলাশ ফুলের ঘুম ভেঙেছে
কোকিল ডাকে কু,
শীত ডেকে কয় দাও গো বিদায়
বসন্ত বন্ধু!

থোকায় থোকায় সোনার মুকুল
ডাকছে আমের বন,
ভ্রমর খোঁজে কুমড়ো ফুলের
হলুদ সিংহাসন।

শিমুল বনে বিপ্লবী লাল-
মিছিলে উত্তাল,
তারাভরা রাতের আকাশ
মস্ত রুপার থাল।

কনকচাঁপা ঘাড় উঁচিয়ে
গুনছে তারার ছা,
রাত পোহালে পোহাক না তার
নেই কোনো ভাবনা।


শহীদ স্মৃতি
আশতাব হোসেন

শিমুল পলাশ কৃষ্ণচূড়া
রক্ত রঙের হয়ে,
বুকের মাঝে শহীদ স্মৃতি
চলছে তারা বয়ে।

জনম জনম যাচ্ছে তারা
লালকে ভালোবেসে,
ফেব্রুয়ারি প্রতিবারই
দেখতে পারে এসে।

থাকবে আরও শহীদ-স্মৃতি
বাংলা বর্ণ রেখায়,
দেখে যেন শহীদ স্বজন
দুঃখ সব ভুলে যায়।

কোমলমতি শিশু যেন
বাংলা ভাষা জেনে,
রফিক-শফিক-বরকতদের
তারাও যেন চেনে।

×