
-
সেই তুমি
রেবেকা ইসলাম
আড়ি পেতে ছিল জোছনা
জানালা খুলতেই ঢুকে গেল ঘরে
নিজেকে ছড়ালো এলোমেলো হয়ে,
সহসা আলোর অনড় আধিপত্যে
তোমার ঘুমন্ত চোখের পাতায়
কুঁচকানো উঁচুনিচু রেখা,
কপালে একপাতা হিজিবিজি।
অথচ একদিন সিঁদ কেটে ঢুকেছিল
তোমার উপচে পড়া আকুতি
সে আকুতিতে ছিল অর্গলভাঙা সুর,
ঘুম পাড়িয়ে রাখা আমার মন
জেগে উঠেছিল সকাল হয়ে।
হঠাৎ নিস্তব্ধতা ভাঙে ঝনঝন সুরে,
আঁধাররঙা এ ঘরে কাদের ছায়ামূর্তি?
পাশাপাশি হাত ধরে হেঁটে যায়
তারপর মুখোমুখি বসে,
সেই আগেকার তুমি, আগেকার আমি।