ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শান্তনু বিশ্বাসের নাট্যচিন্তা ও অন্যান্য প্রসঙ্গ

প্রকাশিত: ০০:৫৭, ২৯ অক্টোবর ২০২১

শান্তনু বিশ্বাসের নাট্যচিন্তা ও অন্যান্য প্রসঙ্গ

একটা মানুষ যেমন তার ছায়াকে ডিঙাতে পারে না তেমনি একজন সৃজনশীল শিল্পী তার শিল্পকে ছাড়িয়ে যেতে পারে না। যে কারণে চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি এবং চিত্রকর্ম মোনা লিসা পরস্পর সমান্তরাল এবং সমার্থক। লিওনার্দো দ্য ভিঞ্চির নশ্বর জীবনকালের নিয়মে হারিয়ে যায় কিন্তু অমূল্য শিল্পকর্ম মোনালিসাকে প্যারিসের মিউজিয়ামে সংরক্ষণ করতে হয়। চট্টগ্রামের সন্তান অভিনেতা-নাট্যকার-নির্দেশক-সঙ্গীতজ্ঞ-সম্পাদক-কালপুরুষের দল প্রধান শান্তনু বিশ্বাস আজ প্রয়াত কিন্তু চট্টগ্রামের বিশিষ্ট অভিনেত্রী-নির্দেশক ও কালপুরুষের বর্তমান দল প্রধান শুভ্রা বিশ্বাস সে দিনের মতো আজকেও শান্তনু বিশ্বাসের শিল্পকর্মকে সৃজনে-উপস্থাপনে এবং সংরক্ষণে বরাবরের মতোই দক্ষ-যোগ্য এবং একনিষ্ঠ। শান্তনু বিশ্বাসের নাটকের গ্রন্থ ইতোমধ্যে মুদ্রিত, গীতসঙ্গীত ইউটিউবে প্রচারিত কিন্তু সাহিত্য লেখনী- সেমিনারের প্রবদ্ধ-গুণীজনদের প্রতি শ্রদ্ধাঘ্র মানপত্র-ডায়েরির পাতার স্মৃতিচিহ্ন-সে সবই ধূলির আস্তরণে চাপা পড়েছিল। পরম মমতায় ধূলির আস্তরণ ঝেড়ে ফেলে আর নাট্যমোদী পাঠক-ভাবীকালের গবেষক এবং সমকালীন ছাত্রছাত্রীদের শিল্পের কল্পনা বোধকে উস্কে দিতে, রবীন্দ্রনাথের মৃণালিনীখ্যাত অভিনেত্রী শুভ্রা বিশ্বাস, সম্পাদক হয়ে সম্পাদনা করেছেন শান্তনু বিশ্বাসের নাট্যচিন্তা ও অন্যান্য প্রসঙ্গ নাট্যগ্রন্থ। নাট্যগ্রন্থে সম্পাদক শুভ্রা বিশ্বাস, শান্তনু বিশ্বাসের অসংখ্য লেখা যাচাই-বাছাইয়ের মধ্যে থেকে অন্যতম বিয়াল্লিশটি লেখার সঙ্কলনে বইটিকে করেছেন প্রাজ্ঞ এবং সমৃদ্ধ। বিষয় এবং ভাবগত ব্যঞ্জনাও বৈচিত্র্যকে মাথায় রেখে ছয়টি অধ্যায়ে সকাল লেখা সঙ্কলিত। ব্যক্তিত্ব ভাবের অধ্যায়ে রবীন্দ্রনাথ, শম্ভু মিত্র, উৎপল দত্ত, সৌমিত্র চট্টপাধ্যায়, ভেনেসা রেডগ্রেভ প্রভৃতি প্রাচ্য-পাশ্চাত্যের নাট্য ব্যক্তিত্বরা তাদের স্ব-স্ব বৈশিষ্ট্য নিয়ে প্রজ্বলিত। সঙ্গীত ভাবের অধ্যায়ে শচীন দেব বর্মণ, সুচরিত চৌধুরী, সাবিনা ইয়াসমিন এর মতো মানুষেরা সঙ্গীতের প্রবহমান ধারায় প্রবাহিত। স্মৃতিচারণ অধ্যায়ে সূচরিত চৌধুরী, সদরুল, বইটির মুখবন্ধ লেখক আবুল মোমেন মূল্যায়িত। ঐতিহ্য ভাবের অধ্যায়ে সুন্দরের নগরী চট্টগ্রাম তার আপন বিভায় প্রস্ফুটিত। যবনিকা ভাবের সমাপনি অধ্যায়ে লরেন্স অলিভিয়া, সত্যজিৎ রায়, মঞ্চমায়ায় অভিনেত্রী জীবনের টানাপোড়েন, লড়াই-উত্থান ফলগুধারায় বিস্তৃতিতে বিন্যস্ত। কবি-সংবাদিক-প্রকাশক এজাজ ইউসুফীর প্রকাশনা সংস্থা এডিটর থেকে গত আগস্টে প্রকাশিত, শিল্পী পীযূষ দস্তিদার প্রচ্ছদিত, সম্পাদক শুভ্রা বিশ্বাস সম্পাদিত ঝাঁ চকচকে বইটি নিয়ে সীমিত শব্দ সংখায় মনের ভাব প্রকাশ কঠিন বলেই শেষ পর্যন্ত শুভ্রা বিশ্বাসের ভূমিকার কয়েকটি কথায় সব কথা প্রকাশিত, ‘বহুমুখী প্রতিভার এক অনন্য নাম শান্তনু বিশ্বাস। কেউ কেউ চেনে গীতিকার, সুরকার, শিল্পী শান্তনুকে। আবার কেউ কেউ চেনে নাট্যকার, নির্দেশক, অভিনেতা শান্তনুকে। কিন্তু এই দীর্ঘ জীবনে শান্তনু বহু প্রবন্ধ-নিবন্ধ লিখেছে যা অনেকের অজানা। পাঠকের সঙ্গে আমি সেই শান্তনুকে পরিচয় করিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি, পাঠক প্রবন্ধগুলো পড়লে অন্য এক শান্তনু বিশ্বাসকে আবিষ্কার করতে পারবে।’
×