
ছবি: প্রতীকী
আমাদের জীবনে ভবিষ্যতের চিন্তা একটি স্বাভাবিক ব্যাপার। পড়াশোনা শেষ করে কী চাকরি করবো, সংসার কেমন হবে, কত টাকা আয় করবো, সন্তানদের ভবিষ্যৎ কেমন হবে— এই ধরনের নানা চিন্তা আমাদের মাথায় ঘোরে প্রতিদিন। কিন্তু এই ভবিষ্যতের চিন্তাই যদি আমাদের বর্তমান সময়টাকে গ্রাস করে নেয়, তাহলে সেটা খুবই দুঃখজনক।
আমরা প্রায়ই লক্ষ্য করি, কেউ কেউ সারাদিন শুধু ভবিষ্যতের চিন্তায় এতটাই ব্যস্ত থাকেন যে বর্তমান সময়টাকে উপভোগ করতেই ভুলে যান। তারা মনে করেন, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াটাই সবকিছু। তাই এখনকার সুখ, শান্তি, আনন্দকে তারা মূল্য দেন না। এমনকি পরিবার, বন্ধু, নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়ালও রাখেন না। অথচ ভবিষ্যত আসবে কবে, সেটা তো কেউ নিশ্চিত জানে না।
অনেক বাবা-মা আছেন যারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত থাকেন যে আজ তাদের সঙ্গে সময় কাটানো হয় না। একসময় সেই সন্তানেরাও দূরে সরে যায়। তখন তারা আফসোস করেন, “আরেকটু সময় দিলে হতো!” কিন্তু সময় তো একবার চলে গেলে আর ফেরে না। আবার অনেক শিক্ষার্থী আছেন, যারা ভবিষ্যতের পরীক্ষার চিন্তায় এতটাই মানসিক চাপ নিয়ে ফেলেন যে এখনকার প্রস্তুতিটাই ভালোভাবে নিতে পারেন না। ফলে ভবিষ্যতের জন্য অতিরিক্ত দুশ্চিন্তা বরং বর্তমানকে নষ্ট করে দেয়।
কেউ কেউ অর্থ উপার্জনের পিছনে এতটাই দৌড়ান যে পরিবারের সঙ্গে একবেলা খাওয়াও হয় না, নিজের শরীরের খবর রাখেন না, বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন না। তারা ভাবেন, “ভবিষ্যতে আরাম করবো”, “ভবিষ্যতে অনেক সময় পাবো।” কিন্তু সেই আরামের সময় কি আদৌ আসবে? ভবিষ্যত তো সবসময় অনিশ্চিত। হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো বিপদ জীবনের ছন্দকে বদলে দিতে পারে এক মুহূর্তেই।
এই বিষয়টি আরও স্পষ্ট হয় যখন কেউ দীর্ঘদিন ধরে ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন, কিন্তু হঠাৎ করেই সেই ভবিষ্যত তারা দেখতে পান না। তখন তারা মনে করেন, “আহ! ইচ্ছা ছিল একটু ঘুরে আসবো, পরিবারকে নিয়ে সময় কাটাবো, বই পড়বো, গান শুনবো, প্রিয় মানুষদের সঙ্গে গল্প করবো—কিন্তু সেসব আর হলো না।” এমন আফসোস তখন খুবই কষ্টদায়ক হয়ে ওঠে।
এমনকি নিজের প্রতি যত্ন নেওয়াও অনেক সময় পিছিয়ে যায় ভবিষ্যতের চিন্তায়। ভাবি, “এখন না হয় একটু কষ্ট করছি, পরে বিশ্রাম নেবো।” কিন্তু কষ্টটা যদি দীর্ঘমেয়াদি রোগে রূপ নেয়? যদি পরে বিশ্রাম নেওয়ার মত সময়ই না থাকে? এসব প্রশ্ন আমাদের ভাবা উচিত।
ভবিষ্যতের চিন্তা করা ভুল নয়, কিন্তু সেটা যেন আমাদের বর্তমানকে গ্রাস না করে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা হোক, প্রস্তুতি হোক—সবই প্রয়োজন। কিন্তু সেই প্রস্তুতির নামে যেন আজকের হাসি, আজকের নিঃশ্বাস, আজকের ভালোবাসা হারিয়ে না যায়। জীবন একটাই, এবং সেটাও কেবল এই মুহূর্তেই নিশ্চিত। ভবিষ্যত আছে কি না, কেউ জানে না। তাই প্রতিটি দিনকে মূল্য দেওয়া, সময়কে উপভোগ করা, নিজের ও প্রিয়জনের প্রতি যত্নবান হওয়া— এসবই হওয়া উচিত জীবনের মূলমন্ত্র।
জীবন এমন একটা উপহার যা প্রতিটি মুহূর্তে নতুন কিছু দেয়। আমরা যদি শুধু আগামীকাল নিয়ে ভাবতে থাকি, তাহলে আজকের সৌন্দর্য, ভালোবাসা, আনন্দ সব মিস করে ফেলি। আর এসবের অভাবেই একসময় মনে হয়, জীবন তো কেবলই দৌড় ছিল, শান্তি ছিল না। তাই প্রশ্নটা আমাদের সবার জন্য— ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে আপনি কি আপনার বর্তমান নষ্ট করছেন না তো? এখনই সময় থেমে একটু ভাবার। হয়তো এর উত্তর থেকেই শুরু হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।
এম.কে.