মহিলা ও পুরুষের পোশাক
ফ্যাশনের দিক থেকে মহিলা ও পুরুষ উভয়ই এখন একই পোশাক ব্যবহার করছেন। এই ‘ইউনিসেক্স’ ফ্যাশন স্টাইল পৃথিবী জুড়ে চললেও একটি বিষয়ে এখনও বড় পার্থক্য রয়ে গেছে। আর তা হলো পুরুষ ও মহিলাদের শার্ট-এর বোতাম। পুরুষদের শার্টের বোতামটি ডানদিকে থাকে, যেখানে মহিলাদের শার্টের বোতামটি থাকে বামদিকে।
এটি একটি বিশেষ কারণে করা হয়। জেনে নেয়া যাক সেই কারণটি-
কিছু বিশেষজ্ঞ বলেছেন নারী-পুরুষের পোশাকের মধ্যে পার্থক্য তৈরী করতেই এমনটা করা হয়েছিল। তবে ইতিহাস বলে আগের যুগে পুরুষরা ডান হাতে ও মহিলারা বাম হাতে তলোয়ার ধরতো ও ডান দিকে তাদের শিশুদের কোলে রাখতো। যার থেকেই এইভাবে বোতাম লাগানো শুরু করেছে।
পুরুষেরা বাম হাত ব্যবহার করায় ডান দিকে বোতাম রাখা হয়। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তা উল্টো। মহিলারা তাদের সন্তানকে বামদিকে ধরে রাখতো। বাচ্চাদের খাওয়ানোর জন্য তাদের শার্টের বোতাম খুলতে ডান হাত ব্যবহার করতে হয়েছিল। তাই মহিলাদের শার্টের বোতাম রাখা হয় বামদিকে।
টিএস