ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

বালুচর ও কারুপল্লী

প্রকাশিত: ০১:৩১, ২৬ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৭:০৪, ২৬ ডিসেম্বর ২০২২

বালুচর ও কারুপল্লী

.

ফ্যাশন হাউস বালুচর শীত উপলক্ষে এনেছে একাধিক নতুন ডিজাইনের পাঞ্জাবি ও কটি। সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কটির ডিজাইনে রয়েছে তারুণ্যের আমেজ। ডিজাইন করা হয়েছে অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এ ছাড়া কার্টিংয়েও আছে নতুনত্ব। কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম। এছাড়া শোরুম আছে গাজীপুরের জয়দেবপুর ও মুন্সীগঞ্জ সদরে। ওয়েবসাইট : https:// balucharkurta.com

কারুপল্লী : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হস্ত ও কুটির শিল্পের প্রতিষ্ঠান কারুপল্লীতে চলছে বার্ষিক মূল্যছাড়। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে পোশাক ও হস্তশিল্প পণ্যের ওপর ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কারুপল্লীর পণ্যের মধ্যে আছেÑ শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, শিশুদের পোশাকসহ বিভিন্ন কারুপণ্য। কারুপল্লীর বিক্রয় কেন্দ্র আছে কারওয়ান বাজারের পল্লী ভবনের নিচতলায়।

 

 

monarchmart
monarchmart