
ছবি: সংগৃহীত
অ্যাডভোকেট মিমি খাতুন বলেছেন, অনেক সময় দেখা যায়—স্বামী তার সমস্ত সম্পত্তি স্ত্রীকে হেবা করে দেন। কিন্তু পরবর্তীতে সেই স্ত্রী আর স্বামীর সঙ্গে সংসার করেন না, অন্য কোথাও চলে যান কিংবা বাপের বাড়িতে চলে যান। তখন স্বামী অনেক সময় চিন্তায় পড়ে যান এবং জানতে চান, হেবা দলিলটি বাতিল করার কোনো সুযোগ আছে কি না।
তিনি বলেন, “স্বামী যদি স্ত্রীকে তার সমস্ত সম্পত্তি হেবা করে থাকেন এবং সেই হেবা দলিলটি বৈধভাবে সম্পাদিত হয়, তাহলে তা আর বাতিল করা সম্ভব নয়। কারণ হেবা একটি চূড়ান্ত দলিল—যেটির মাধ্যমে আপনি রক্তের সম্পর্কের মধ্যেও কাউকে সম্পত্তি হস্তান্তর করতে পারেন। সেটা হতে পারে স্ত্রী, সন্তান কিংবা মা-বাবা।”
মিমি খাতুন আরও বলেন, “একবার হেবা দলিল বৈধভাবে সম্পন্ন হলে এবং স্ত্রী সেটি গ্রহণ করে নিলে—আপনার (স্বামীর) আর সে সম্পত্তি ফিরে পাওয়ার সুযোগ নেই। সুতরাং ভবিষ্যতে যদি সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কখনোই কাউকে পুরো সম্পত্তি হেবা করে দেওয়া উচিত নয়।”
তবে বিকল্প হিসেবে তিনি ওসিয়তনামার পরামর্শ দেন। তার ভাষায়, “আপনি চাইলে সম্পত্তির এক-তৃতীয়াংশ ওসিয়তনামা দলিলের মাধ্যমে কাউকে দিতে পারেন, যা আপনার মৃত্যুর পর কার্যকর হবে। জীবিত থাকা অবস্থায় সেই দলিল আপনি যেকোনো সময় বাতিল করতে পারবেন।”
তিনি আরও যোগ করেন, “ওসিয়তনামা করলে যাকে দিচ্ছেন, সে আপনাকে ছেড়ে যাবে না, কারণ সে জানে আপনার সদিচ্ছা ও দেখভালের মাধ্যমে আপনি সেটি বাতিল না করে কার্যকর করবেন। এতে সম্পর্কও ভালো থাকবে, আবার আপনি নিঃস্বও হবেন না।”
সূত্র: https://www.youtube.com/watch?v=ulynnQhlyLU&t=1s
আবির