
ছবি: সংগৃহীত
দুপুরে খাওয়ার সময় মাছের তরকারি না থাকায় রাগে মাকে মারে ছেলে। কিছুক্ষণ পর ওই তরুণের মনে হয় কাজটা ঠিক হয়নি। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের ভুল বুঝতে পেরে ১৭ বছরের ওই তরুণ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদ জেলার নওদায়।
বুধবার (৬ আগস্ট) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তরুণের নাম রানা বিশ্বাস (১৭)। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ঝাউবনা এলাকায় তাদের বাড়ি।
পরিবার এবং প্রতিবেশীরা জানিয়েছে, মা একটি ছোটখাটো কাজ করেন। অভাবের সংসারে মঙ্গলবার দুপুরে খাওয়ার জন্য মাকে মাছ রান্না করতে বলেছিল রানা বিশ্বাস। কিন্তু খেতে বসে ডিম ভাজা আর আলু সেদ্ধ দেখে রাগে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ছেলেটি। মাকে আঘাত করে অনুতপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় ১৭ বছরের রানা। অনেক ডাকাডাকির পরে দরজা খোলেনি। এরপর ঘরের দরজা ভেঙে ছেলেটির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
নিহত রানার মা রমলা বিশ্বাস বলেন, আমাদের অভাবের সংসার। ছেলেকে দুপুরে মাছ রান্না করে দিতে পারিনি। আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে খেতে বলেছিলাম। রাতে মাছ রান্না করে দেব বলেছিলাম। কিন্তু তাতেই ছেলে রাগ করে আমাকে মেরেছিল। পরে ও আত্মহত্যা করেছে।
খবর পেয়ে রানাদের বাড়িতে যায় নওদা থানার পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আনন্দবাজার
তাসমিম