
ছবি: সংগৃহীত
বান্দরবানের রুমা উপজেলায় অংচুং খুমী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয়রা। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে রুমা সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মেনদুই পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অংচুং খুমী রুমা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রফুংমক পাড়ার বাসিন্দা। তিনি মৃত থাংয়াই খুমীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অংচুং খুমী সম্প্রতি মেনদুই পাড়ার বাসিন্দা জাদি ম্রো'র কাছে ৩০টি সেগুন গাছ বিক্রি করেন। গত মঙ্গলবার গাছের পাওনা টাকা সংগ্রহের জন্য জাদি ম্রোর সঙ্গে মেনদুই পাড়ায় যান এবং সেখানেই রাত যাপন করেন। স্থানীয়দের ধারণা ওই পাড়া থেকে ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হাতে খুন হন। তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে রাত ১০টার দিকে পাড়াবাসীরা মরদেহ উদ্ধার করে প্রফুংমক পাড়ায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকালে বিষয়টি পুলিশকে জানায়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায়। আমরা একটি মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি বলে জানান তিনি।
তাসমিম