ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ডেমরায় ১৪ লক্ষ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ১৩:২৯, ৭ আগস্ট ২০২৫

ডেমরায় ১৪ লক্ষ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা এলাকা থেকে আনুমানিক ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বুধবার (৬ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডেমরা থানাধীন বামৈল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারীর নাম শিল্পী আক্তার (৩৮)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাবিয়া রামপুর এলাকায়।

র‌্যাব-১০ জানায়, শিল্পী আক্তার দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের করে তাকে ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। 
 

তাসমিম

×