
ছবি: সংগৃহীত।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আজ বিকেলে গাজা পরিস্থিতি নিয়ে জরুরি মন্ত্রিসভা বৈঠক করতে যাচ্ছেন।
বর্তমান লেবার সরকার ইসরায়েলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অভ্যন্তরীণভাবে ব্যাপক চাপের মুখে রয়েছে, কারণ যুক্তরাজ্যে জনমত দিন দিন ফিলিস্তিনপক্ষে কঠোর হচ্ছে এবং স্টারমারের ওপর চাপ বাড়ছে যেন অন্তত এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ব্রিটিশ সরকারের সূত্রগুলো জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি “কখন, না যে হবে কি না”—সেই প্রশ্ন। অর্থাৎ স্বীকৃতি দেওয়া হবেই, কেবল সময়ের ব্যাপার।
সূত্র: দ্যা গার্ডিয়ান
মিরাজ খান