ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আবারও উত্তপ্ত লোহিত সাগর, হুতির হামলায় ডুবলো জাহাজ

প্রকাশিত: ১৮:৩৪, ৮ জুলাই ২০২৫

আবারও উত্তপ্ত লোহিত সাগর, হুতির হামলায় ডুবলো  জাহাজ

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ছয় মাস পর আবারও লোহিত সাগরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তাদের টার্গেট ছিল লাইবেরিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ‘ম্যাজিক সিজ’। গোষ্ঠীটির দাবি, হামলার পর জাহাজটি ডুবে গেছে।

হুতিরা জানিয়েছে, জাহাজটি তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরাইলি বন্দরের দিকে যাচ্ছিল। এরপরই ক্ষেপণাস্ত্র, ড্রোন ও চালকবিহীন নৌকা ব্যবহার করে চালানো হয় সমন্বিত হামলা। তবে হুতিদের দাবি, হামলার পূর্বে জাহাজে থাকা ২২ জন ক্রু ও নিরাপত্তাকর্মীকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

 

 

হুতির সামরিক মুখপাত্র জানিয়েছেন, অভিযানে ব্যবহার করা হয় দুটি চালকবিহীন নৌযান, পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন। তারা বলেন, "জাহাজটি দখলকৃত ফিলিস্তিনের একটি বন্দরের উদ্দেশে যাচ্ছিল এবং আমাদের বারংবার নিষেধ সত্ত্বেও তা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার পর জাহাজে থাকা সব নাবিক ও নিরাপত্তাকর্মীদের উদ্ধার করা হয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী, “সহায়তা চাওয়ার পর এডি পোর্টস গ্রুপের পরিচালিত ‘শাফিন প্রিজম’ জাহাজের মাধ্যমে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।”

 

 

জাহাজটির গুরুতর ক্ষতির কারণে সেটিকে সাগরে ফেলে আসতে বাধ্য হয় ক্রুরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ‘ম্যাজিক সিজ’ চীন থেকে তুরস্ক যাচ্ছিল এবং এতে মূলত লোহা ও সার বহন করা হচ্ছিল।

প্রসঙ্গত, গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাবে হুতি গোষ্ঠী ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব-আল-মান্দেব প্রণালীতে একের পর এক বাণিজ্যিক জাহাজে শতাধিক হামলা চালিয়েছে। তবে গত বছরের ডিসেম্বরের পর থেকে এই প্রথম আবার হামলার ঘটনা ঘটল। হুতিদের এমন পদক্ষেপে আবারও অস্থিতিশীল হয়ে উঠছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ লোহিত সাগর।

ছামিয়া

×