ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নারীদের স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি! বিজেপি বলল, ‘এটা অপমান’

প্রকাশিত: ০৩:০০, ৬ জুলাই ২০২৫; আপডেট: ০৩:০৩, ৬ জুলাই ২০২৫

নারীদের স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি! বিজেপি বলল, ‘এটা অপমান’

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে চরম বিতর্কের জন্ম দিল কংগ্রেসের নতুন উদ্যোগ। “প্রিয়দর্শিনী উড়ান যোজনা” প্রকল্পের আওতায় পাঁচ লাখ স্যানিটারি প্যাড বিতরণের ঘোষণা দেয় কংগ্রেস। উদ্দেশ্য গ্রামীণ নারীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি সচেতনতা বাড়ানো। কিন্তু বিতর্ক বাধে যখন দেখা যায়, স্যানিটারি প্যাডের প্যাকেটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি ব্যবহার করা হয়েছে।

রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিজেপি এবং জেডিইউ এই উদ্যোগকে নারীদের মর্যাদার উপর আঘাত বলে দাবি করেছে। অন্যদিকে কংগ্রেস বলছে, এটি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য একটি সাহসী পদক্ষেপ।

বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার জানান, “আমাদের লক্ষ্য গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করা। আমরা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের জন্য বড় ধরনের প্রচারণা চালাবো।”

কংগ্রেস নারী শাখার সভাপতি আলকা লাম্বা বলেন, “আজও বিহারের বহু নারী মাসিকের সময় কাপড় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আমরা চাই সেই পরিস্থিতি বদলাতে।” রাহুল গান্ধীর ছবি থাকা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “বিজেপি ভ্যাকসিনের বোতল থেকে শুরু করে সরকারি কাগজপত্রে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করে, সেখানে রাহুলজির ছবি দেখে এত অস্বস্তি কেন?”

জেডিইউ নেতা নীরজ কুমার বলেন, “এটি নারীদের মর্যাদার উপর সরাসরি আঘাত। কংগ্রেস ও তার মিত্ররা lumpen রাজনীতির নতুন উদাহরণ তৈরি করছে।” বিজেপি মুখপাত্র কুণ্টল কৃষ্ণ বলেন, “নারীদের জন্য সরকার যা যা করার তা করছে। ভোটের আগে কংগ্রেস এমন কাজ করছে যা তাদের মানসিক দেউলিয়াপনার প্রমাণ।”

মুজফফরপুরের পিংকি কুমারী বলেন, “স্যানিটারি প্যাড ব্যবহার করার সময় একজন পুরুষ নেতার ছবি দেখা কোনো নারীর জন্যই স্বস্তির নয়। এটি নারীদের প্রতি অসম্মান।”

বৈশালীর সুনীতা সিং বলেন, “রাহুল গান্ধী হয়তো নিজেকে নতুন ‘প্যাডম্যান’ ভাবতে চাইছেন। কিন্তু এইভাবে ভোটারদের মন জেতা সম্ভব নয়।”

মিমিয়া

×