ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

প্রকাশিত: ০৯:০৭, ৫ জুলাই ২০২৫

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

ছ‌বি: সংগৃহীত

যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন সময়ে গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টায় কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য দপ্তর। এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক।

গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায়, যেখানে বহু বাস্তুচ্যুত মানুষ তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭ জন নিহত হন।

এছাড়া গাজার উত্তরাঞ্চলের জেইতুন এলাকায় আল-শাফি’ই স্কুলে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

মাঝগাজার শরণার্থী ক্যাম্পের আবু ব্রেইক পরিবারের বাড়িতেও বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ২ জন নিহত হন এবং কয়েকজন আহত হন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত থেকে সকালের মধ্যে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় মোট ১৮ জন প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও হামলা অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা

এম.কে.

×