
ছবি: সংগৃহীত
গাজায় চলমান সংঘর্ষ থামাতে একটি যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে হামাস জানায়, তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং যুদ্ধবিরতির কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দ্রুত আলোচনায় বসতে সম্পূর্ণ প্রস্তুত।
হামাসের টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়, বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে একটি কার্যকর ব্যবস্থা তৈরিতে তারা অবিলম্বে আলোচনা শুরু করতে চায়।
হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি আলোচনার পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। তবে সংগঠনটি দাবি করেছে, আলোচনার ফলাফল যেন স্থায়ী যুদ্ধবিরতিতে গড়ায় সে বিষয়ে আন্তর্জাতিকভাবে দৃঢ় নিশ্চয়তা থাকতে হবে।
এদিকে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নতুন করে আরও ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৭,২৬৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৩৫,৬২৫ জনেরও বেশি।
এই প্রস্তাবের জবাব দেওয়ার পরপরই জানা যায়, আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে একটি চূড়ান্ত সমাধানের জন্য চাপ দিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র: আল জাজিরা
এম.কে.