ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ৩ জুলাই ২০২৫

এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড

ফুমথাম ওয়েচায়াচাই

রাজনৈতিক অস্থিরতা ও বিতর্কিত ফোনকল কেলেঙ্কারির মধ্যে থাইল্যান্ডে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বৃহস্পতিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর মাত্র দুই দিন আগে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে সাংবিধানিক আদালত। খবর আলজাজিরার।
সরকারি বিবৃতিতে জানানো হয়, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে ফুমথামের অন্তর্বর্তী দায়িত্বে সম্মতি দেওয়া হয়। বৈঠকটি হয় রাজা মহা ভাজিরালংকর্ণ কর্তৃক মন্ত্রীরা শপথ নেওয়ার পরপরই। ৭১ বছর বয়সী ফুমথাম মাত্র একদিন দায়িত্ব পালন করা সুরিয়া জুনগ্রুংরুয়াংকিটের স্থলাভিষিক্ত হলেন। বরখাস্ত হওয়ার আগে পেতংতার্ন নিজেকে সংস্কৃতি মন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় নিযুক্ত করেন এবং বৃহস্পতিবার গ্র্যান্ড প্যালেসে শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পেতংতার্ন অর্থনীতি পুনরুদ্ধারে ব্যর্থ হন বলে অভিযোগ রয়েছে। ৩৮ বছর বয়সী পেতংতার্নকে বরখাস্ত করা হয় জুনের মাঝামাঝি সময়ের একটি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায়। ওই ফোনালাপে তিনি কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক নেতা হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডারের সমালোচনা করেন।

কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে সহিংসতায় এক কম্বোডিয়ান সেনার মৃত্যুর পর সৃষ্ট উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই ফোনালাপ হয়। তবে দেশটিতে এই আলাপ সমালোচনার জন্ম দেয়। সাংবিধানিক আদালতে ৩৬ জন সিনেটর পেতংতার্নের বিরুদ্ধে আবেদন করেন।

×