ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সংযম নয়, জবাব আসছে’, ডেভিড ল্যামিকে ইরানের বার্তা”

প্রকাশিত: ০৮:১৮, ১৪ জুন ২০২৫; আপডেট: ০৮:১৯, ১৪ জুন ২০২৫

সংযম নয়, জবাব আসছে’, ডেভিড ল্যামিকে ইরানের বার্তা”

ছবি: অভিজিৎ রায় 

ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরানের প্রতি ‘সংযম’ প্রদর্শনের আহ্বানকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

 

 

সম্প্রতি ইসরায়েলি হামলার মধ্যেই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকের পর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই প্রসঙ্গ টেনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নিজ দেশের ওপর সরাসরি আঘাত আসার পরও কেউ যদি সংযম দেখাতে বলে, সেটি বাস্তবতা বিবর্জিত এবং অযৌক্তিক।”

 

 

আরাগচি আরও লেখেন, ইসরায়েলের এই কর্মকাণ্ড ইরানের জাতীয় সার্বভৌমত্বকে সরাসরি লঙ্ঘন করেছে। এ নিয়ে তিনি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ইরানের জবাব হবে দৃঢ় ও যথাযথ।”

খবর: বিবিসি

ছামিয়া

×