ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইরানের ওপর ইসরায়েলি হামলা: ট্রাম্পের সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বান

প্রকাশিত: ১১:৪৬, ১৩ জুন ২০২৫; আপডেট: ১১:৪৮, ১৩ জুন ২০২৫

ইরানের ওপর ইসরায়েলি হামলা: ট্রাম্পের সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বান

ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েলের হামলার ঘটনা নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ জুন, ২০২৫) সকালে জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডেকেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সকাল ১১টায় ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠক করবেন, যেখানে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েল দাবি করেছে, এটি তাদের 'আত্মরক্ষার পদক্ষেপ' ছিল। তারা আরও জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হলেও তারা নিজস্ব সিদ্ধান্তে এই হামলা চালিয়েছে।

এই ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (IRGC)-এর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়া, হামলায় আরও দুজন সিনিয়র বিজ্ঞানী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সাব্বির

×