ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সাতছড়ি বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২২:১২, ৩০ জুলাই ২০২৫

সাতছড়ি বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ

সাতছড়ি চা বাগানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত।

ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের ওপর মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচারের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সাতছড়ি চা বাগানে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুবিচারের দাবিতে এ অনুষ্ঠান আয়োজন করে সাতছড়ি চা বাগানের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এতে বক্তব্য রাখেন—জীবন নায়েক, অর্চনা রাণী তাতী, গোলাপ তাতী, রবিন মুন্ডা, প্রীতি উড়াং, সুমন তাতী প্রমুখ। সভা ও মানববন্ধন শেষে শ্রমিকরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগানের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

শ্রমিকরা জানান, এইচএসএম জিয়াউল আহসান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাওয়ার পর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বশীল ভূমিকায় চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পারকুল, সাতছড়ি ও মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, জগদীশপুরসহ দেশের ১৩টি চা-বাগানে প্রাণচাঞ্চল্য ফিরেছে। বাগানে তৈরি হয়েছে দুর্নীতিমুক্ত পরিবেশ। চুরি প্রতিরোধ হয়েছে। চায়ের গুণগত মানের উন্নতি হচ্ছে। এসবসহ বিভিন্ন কারণে এনটিসির বাগানগুলো সময়ের সাথে এগিয়ে যাচ্ছে। বাগানে শান্ত পরিবেশ বিরাজ করছে। ব্যবস্থাপনা থেকে শুরু করে শ্রমিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে জবাবদিহিতা ও কাজের গতি বেড়েছে।

এই অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে অতীতে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত একটি মহল আবারও সক্রিয় হয়ে উঠেছে। কোম্পানির এমডি, কর্মকর্তা ও শ্রমিকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের ফলে বাগানের স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে পড়ছে। মিথ্যা অপপ্রচারকারীর শাস্তি কামনা করেছেন বাগানের শ্রমিকরা।

এর আগে একই দাবিতে ২৩ জুলাই মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান ও ২৪ জুলাই চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে বিক্ষোভ করেন।

 

 

মারিয়া

আরো পড়ুন  

×