
নীলফামারীর সৈয়দপুরে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জরুরী রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার পিএসসি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টার দপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (অব.), ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অব.) প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার পিএসসি বলেন, "বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর জরুরী স্বাস্থ্য সেবায় এই অ্যাম্বুলেন্স পরিষেবার যাত্রা শুরু হলো। আমরা বরাবরই স্বাস্থ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।"
Mily