ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ২২:১৬, ৩০ জুলাই ২০২৫

নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

জাফলংয়ের পিয়াইন নদীতে বালু উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শ্রমিকের মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জাফলংয়ের জুমপাড়া এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার খলাপাড়া গ্রামের মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে বালু শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে হরে কৃষ্ণ পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় পানিতে নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালায়, তবে তার খোঁজ মেলেনি।

বুধবার সকালে স্থানীয়রা জুমপাড়া এলাকায় পিয়াইন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সানজানা

আরো পড়ুন  

×