ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ

রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা।

প্রকাশিত: ২২:১৩, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ২২:১৩, ৩০ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ মেধা পুরস্কার দেওয়া হয়। 
 
বুধবার (৩০ জুলাই) বেলা ১২ টায় সদর উপজেলা অডিটোরিয়াম এ মেধা পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২০২২-২০২৩ সেশনের এসএসসি ও এইচএসসি পাশ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়।  এছাড়া মেধা পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও অভিভাবকদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি পাস শিক্ষার্থী ২০জন ও এইচএসসি পাস শিক্ষার্থী ১৫ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা  প্রশাসক  মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় তিনি অভিবাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধাবীরা বিকশিত হবেই। কোনো ভাবেই মেধা দাবিয়ে  রাখা যায় না। এই মেধাবী শিক্ষার্থীরাই দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। 

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারি কমিশনার (ভূমি) এসএম আসিস মোমতাজ ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল নাঈম।

 
 

রিফাত

আরো পড়ুন  

×